General Knowledge Model Questions Part -06 in Bengali
![]() |
General Knowledge Model Questions Part -06 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৬] |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত হবে ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
General Knowledge Model Questions
Part -06
❖ সৌদি আরবের রাজধানীর নাম কী?
উঃ রিয়াদ
❖অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ গোর্গাবুরু
❖মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?
উঃ
দ্য
ভ্রিস
❖পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ
ডাই-অক্সাইড কী
হিসেবে কাজ
করে?
উঃ অনুঘটক
❖সাদা আলোর বর্ণালিতে প্রিজম কর্তৃক যে রঙের আলোর চ্যুতি
সর্বাধিক সেটি হল:
উঃ বেগুনি
❖ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব কোথায় আরম্ভ হয়েছিল?
উঃ পাঞ্জাব
❖অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোথায় দেখতে পাওয়া যায় ?
উঃ মধ্যভাগে
❖বিশ্ব
ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সদর দপ্তর কোথায় ?
উঃ জুরিখ
❖একটি
সিন্থেটিক ড্রাগের উদাহরণ:
উঃ অ্যাসপিরিন
❖মাটি
সম্বন্ধীয় বিজ্ঞান:
উঃ পেডোলজি
❖আধুনিক
কার্টুনের জনক কাকে বলা হয় ?
উঃ উইলিয়ম হোগার্থ
❖ জরাসন্ধ' কোন লেখকের ছদ্মনাম ?
উঃ চারুচন্দ্র চক্রবর্তী
❖ ‘ওয়েটিং ফর দ্য মহাত্মা’ বইটি কার লেখা?
উঃ ডঃ জাকির হুসেন
❖ডায়নামো
আবিষ্কার করেন কে?
উঃ মাইকেল ফ্যারাডে
❖কোন
শহরটি একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?
উঃ চন্ডিগড়
❖ভারতে
দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন;
উঃ লর্ড মিন্টো
❖শ্রবণ
ও ভারসাম্য নিয়ন্ত্রণকারী মায়মুর নাম:
উঃ অডিটরি
❖প্রথম
কোন বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন?
উঃ বি এন সরকার
❖কোন
উদ্ভিদের প্রধান মূল থাকে না?
উঃ পদ্ম
❖পিতল, ব্রোঞ্জ ও জার্মান সিলভারে কোন ধাতুর উপস্থিতি আছে?
উঃ তামা
❖সেন্ট
লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাতটির নাম কী?
উঃ নায়াগ্রা
❖ পাইন কী জাতীয় উদ্ভিদ?
উঃ ব্যক্তবীজী
❖রসুনে ঝাঁঝালো গন্ধ কীসের উপস্থিতির কারণে হয় ?
❖উঃ সালফার যৌগ
❖বিশ্ব রেডক্রস দিবস কবে পালিত হয় ?
উঃ ৪ মে
❖বিদ্যুৎ
প্রবাহের ক্ষমতা পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যামমিটার
❖কোন
রাজ্যে ভালো পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় ?
উঃ তামিলনাড়ু
❖ মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ:
উঃ চর্ম
❖কোনটিকে
প্রকৃত হরমোন বলা যায় না?
উঃ এন্টেরোক্রাইনিন
❖ভারতের
কালো মাটি অঞ্চলের প্রধান খাদ্যশস্য:
উঃ জোয়ার
❖এশিয়ার
একটি প্রবাল দ্বীপ হল?
উঃ লাক্ষা দ্বীপ
❖এশিয়ার
বৃহত্তম হ্রদ হল?
উঃ কাস্পিয়ান
File Details :
PDF Name : General Knowledge Model Questions Part -06 in Bengali
Size:419 KB
Download link :Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় । ]
'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment