Breaking



Tuesday, April 13, 2021

General Knowledge Model Questions Part -06 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৬]

 General Knowledge  Model Questions Part -06 in Bengali

General Knowledge  Model Questions Part -06 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৬]
General Knowledge  Model Questions Part -06 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৬]


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  

General Knowledge  Model Questions 

                     Part -06


 সৌদি আরবের রাজধানীর নাম কী?

উঃ রিয়াদ

অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ গোর্গাবুরু

মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?

উঃ  দ্য ভ্রিস

পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড কী

 হিসেবে কাজ করে?

 উঃ অনুঘটক 

সাদা আলোর বর্ণালিতে প্রিজম কর্তৃক যে রঙের আলোর চ্যুতি সর্বাধিক সেটি হল:

উঃ  বেগুনি

ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব কোথায় আরম্ভ হয়েছিল?

উঃ পাঞ্জাব

অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোথায় দেখতে পাওয়া যায় ?

উঃ মধ্যভাগে

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সদর দপ্তর কোথায় ?

উঃ জুরিখ

একটি সিন্থেটিক ড্রাগের উদাহরণ:

উঃ অ্যাসপিরিন

মাটি সম্বন্ধীয় বিজ্ঞান:

উঃ পেডোলজি

আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয় ?

    উঃ উইলিয়ম হোগার্থ

 জরাসন্ধ' কোন লেখকের ছদ্মনাম ?

উঃ চারুচন্দ্র চক্রবর্তী

 ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটি কার লেখা?

উঃ ডঃ জাকির হুসেন

ডায়নামো আবিষ্কার করেন কে?

উঃ মাইকেল ফ্যারাডে

কোন শহরটি একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?

উঃ  চন্ডিগড়

ভারতে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন;

উঃ লর্ড মিন্টো

শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণকারী মায়মুর নাম:

উঃ অডিটরি

প্রথম কোন বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন?

উঃ বি এন সরকার

কোন উদ্ভিদের প্রধান মূল থাকে না?

উঃ পদ্ম

পিতল, ব্রোঞ্জ ও জার্মান সিলভারে কোন ধাতুর উপস্থিতি আছে?

উঃ তামা

সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাতটির নাম কী?

উঃ নায়াগ্রা

 পাইন কী জাতীয় উদ্ভিদ?

উঃ ব্যক্তবীজী

 রসুনে ঝাঁঝালো গন্ধ কীসের উপস্থিতির কারণে হয় ?

     উঃ  সালফার যৌগ

বিশ্ব রেডক্রস দিবস কবে পালিত হয় ?

উঃ  ৪ মে

বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে ?

উঃ অ্যামমিটার

কোন রাজ্যে ভালো পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় ?

উঃ তামিলনাড়ু

 মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ:

উঃ চর্ম

কোনটিকে প্রকৃত হরমোন বলা যায় না?

উঃ এন্টেরোক্রাইনিন

ভারতের কালো মাটি অঞ্চলের প্রধান খাদ্যশস্য:

উঃ জোয়ার

এশিয়ার একটি প্রবাল দ্বীপ হল?

উঃ লাক্ষা দ্বীপ

এশিয়ার বৃহত্তম হ্রদ হল?

 উঃ কাস্পিয়ান



File Details :

PDF Name :    General Knowledge  Model Questions Part -06 in Bengali 

Size:419 KB

Download link :Click Here To Downloads

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র  - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় ।  ]

'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join  [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো  সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     





No comments:

Post a Comment